বিদায় বেলায় সাকিবকে নিয়ে যা বললেন হান্নান সরকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ১৩:৫০
অ- অ+

গত ২ ফেব্রুয়ারি হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন হান্নান সরকার। আসন্ন ডিপিএলে আবাহনীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে। তবে সেই যাত্রা শুরু করার আগে শুক্রবার বিসিবিতে শেষ কর্ম দিবস ছিল তার। দীর্ঘ এক বছরের জার্নিতে সুনামের সঙ্গেই নিজের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।

সম্মানের সঙ্গেই নির্বাচকের পদ থেকে সরে যোগ দিয়েছেন কোচিং পেশায়। আসন্ন ডিপিএলে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল নিজের শেষ কর্ম দিবসের পর রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন হান্নান। সেখানে জানিয়েছেন নির্বাচক হিসেবে নিজের পাওয়া- না পাওয়ার কথা।

তার প্রাপ্তির সঙ্গে জুড়ে আছেন সাকিব। হান্নান বলছিলেন, 'সাকিবের সাথে হয়তো কখনো এক দলে বা একসাথে খেলা হয়নি। ও যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক দলে ম্যানেজার বা কোচ হিসেবে কখনো থাকা হয়নি। এক সাথে কাজ করার সুযোগ হয়নি।'

'তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল শেষ এক বছরে। বিদায়ের সময় সাকিবের সাথে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।'-যোগ করেন তিনি।

তবে সাকিবের দেশের মাটি থেকে বিদায় নিতে না পারায়, সেখানে নির্বাচক হিসেবে নিজের ব্যর্থতা দেখছেন হান্নান। তিনি বলেন, 'মন চাইলেই বলতে পারি না যে, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়স ভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। ন্যাশনাল টিমের সিলেক্টর ছিলাম এক বছর। সাকিব আল হাসান একজনই।'

'সেই সাকিবের সাথে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। একজন জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে আগেও বললাম যে মাঠ থেকে বিদায় নিতে পারিনি সে।'-যোগ করেন তিনি।

(ঢাকাটাইমস/০১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা