কুয়েটের ভিসিসহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি আইইবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ২১:৫৮
অ- অ+

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বর্তমান ভিসিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের ওপর হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া।

মানববন্ধনে বক্তারা কুয়েটের ভিসির উপর কিছু বিপথগামী শিক্ষার্থীর ন্যাক্কারজনক হামলা ও বাসভবনে তালা লাগিয়ে দেওয়া এবং শিক্ষকদের অপমান-অপদস্থ করার প্রতিবাদ করেন এবং ভিসি বিরোধী যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদ করেন। বহিরাগত কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং পূর্নতদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য কুয়েট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আইইবির ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ টি এম তানবীর-উল-হাসান তমালের পরিচালনায় বক্তব্য দেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মোহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান। এছাড়াও মানববন্ধনে আইইবি’র বিভাগীয় প্রকৌশলীগণ সহ বিপুল সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা