অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

২০২৩ বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্ন ভেঙেছিল ভারতের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই হারের প্রতিশোধ নিল রোহিত-কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সেমিফাইনালে অজিদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেল তারা।
মঙ্গলবার দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি রোহিত শর্মাদের। দলীয় ৪৩ রানেই ২ ওপেনারকে হারায় দলটি। ১১ বলে ৮ রান করে শুভমান গিল আউট হন দলীয় ৩০ রানে। দারুণ শুরুর পর রোহিত ফেরেন ২৯ বলে ২৮ রান করে।
তৃতীয় উইকেটে হাল ধরেন বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার। উইকেটের সঙ্গে তাল মিলিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। ১১১ বলে তাদের ৯১ রানের জুটিটাই মূলত জয়ের ভিত গড়ে দেয় ভারতকে। ৬২ বলে ৪৫ রান করে দলীয় ১৩৪ রানে জাম্পার বলে আউট হন আইয়ার।
এর পরেও অবশ্য কোনো চাপে পড়েনি ভারত। বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল দারুণভাবে চাপ সামাল নেন। ৩০ বলের ইনিংসে ১ ছক্কা ও ১ চারে ২৭ রান করেন তিনি। অক্ষরের বিদায়ের পর রাহুলকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন কোহলি।
৫ চারে ৯৮ বলে ৮৪ রান করে কোহলি যখন বিদায় নেন, তখনও জয়ের জন্য দরকার ৪০ রান। তবে অস্ট্রেলিয়া কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার ২৪ বলে ২৮ রানের ক্যামিওর সুবাদে শেষ ওভার পর্যন্ত খেলতেই হয়নি ভারতকে। ৩৪ বলে ৪২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রাহুল।বুধবার অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে আগামী ৯ মার্চ দুবাইয়ে ফাইনাল খেলতে নামবে ভারত।
(ঢাকাটাইমস/০৫ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন