মানিকগঞ্জে স্পটে কর নির্ধারণ কার্যক্রম শুরু, রাজস্ব বৃদ্ধির আশা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৫, ২০:১৭
অ- অ+

সরকারের রাজস্ব আয় বাড়ানোর এবং করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর উদ্যোগে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। বুধবার (৫ মার্চ) দুপুরে শহরের পৌর সুপার মার্কেট বণিক সমিতি কার্যালয়ে কর অঞ্চল-২৫, ঢাকার উদ্যোগে আয়োজিত কার্যক্রমে করদাতাদের কর সুবিধা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

এর আগে, পৌর সুপার মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর জমা সংক্রান্ত তথ্য দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আয়কর পরিশোধ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগে তারা আয়কর রিটার্ন করতে অনেক জটিলতা ভেবেই সাহস পেতেন না। যারা কর প্রদান করতেন, তারা নানা ভোগান্তির সম্মুখীন হতেন। তবে এখন আয়কর বিভাগ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে এসে এই সেবা দিচ্ছে, যা সবার জন্য অনেক সুবিধাজনক। ধরনের কার্যক্রমে সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করেন তারা।

পৌর সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, ‘আগে ব্যবসায়ীরা উকিল, ব্যাংক এবং বিভিন্ন অফিসে গিয়ে আয়কর সংক্রান্ত সমস্যার সমাধান করতে বাধ্য হতেন। এখন আয়কর বিভাগ এসে আমাদের মার্কেটে এই সেবা প্রদান করছে। এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং পুরোপুরি সহযোগিতা করব।

কর সার্কেল-৫৪৬ (মানিকগঞ্জ সদর) এর উপ-কর কমিশনার মাহাবুবুর রহমান বলেন, ‘স্পটে কর নির্ধারণ প্রক্রিয়া নতুন করদাতাদের জন্য একটি সহজ এবং দ্রুত পদ্ধতি প্রদান করেছে, যা তাদের আয়কর ব্যবস্থার আওতায় আনতে সহায়ক হয়েছে। আমরা আজ শহরের পৌর সুপার মার্কেট থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি।

উপ-কর কমিশনার আরও বলেন, ‘এই সেবার ফলে আর কোনো ব্যবসায়ীকে আমাদের অফিসে যেতে হবে না, আর ব্যাংকে টাকা জমা দেওয়ার কষ্টও করতে হবে না। করদাতারা এখন মার্কেটে বসেই তাদের কর পরিশোধ করতে পারছেন, যা সময় শ্রম উভয়ই সাশ্রয় করছে। আশা করা যাচ্ছে, এই প্রক্রিয়া জাতীয় রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কর অঞ্চল-২৫, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মো. জাহেদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মোসাম্মৎ মাকসুদা ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা