টেকনাফে কুখ্যাত ডাকাত আবুল খায়ের নারী সহযোগীসহ গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার), ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ২১:৩০
অ- অ+

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের গ্রেপ্তার হয়েছেন। বুধবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবুল খায়েরের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িতের অভিযোগে টেকনাফ থানায় ৮টির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৫টায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাঁপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যমতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এসময় সেখানে অবস্থানকারী এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৬মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা