সুনামগঞ্জে স্টিলবডি নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা দেড় কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আট করেছে বিজিবি। এ সময় পণ্য পরিবহণের স্টিলবডি নৌকাও জব্দ করা হয়।
শুক্রবার (৭ মার্চ) ভোরে সুনামগঞ্জ সদর ব্যাটালিয়নের উত্তর-পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদী থেকে এসব আটক করা হয়।
আটককৃত মালামারের মধ্যে রয়েছে ভারতীয় শার্ট পিস, প্যান্ট পিস, শাড়ি, থ্রি-পিস, থান কাপড় এবং সোফার কাপড়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, অভিযানে সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ সোয়াইব, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আটজন বিজিবি সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ আভিযানিক দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ১টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ ভারতীয় শার্ট পিস ২৭১৮টি, প্যান্ট পিস ৪২১৬ মিটার, শাড়ি ৯০টি, থ্রি পিস ২৩টি, থান কাপড় ১৯১০.১১ মিটার এবং সোফার কাপড় ৩০০.৭৫ মিটার আটক করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম চলছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

মন্তব্য করুন