মাগুরায় ‘ধর্ষণের শিকার’ শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৫:০৮| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫:৪৩
অ- অ+

মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার শিশুটির মায়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান তিনি।

ফোনালাপের শুরুতে তারেক রহমান শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি বলেন, “মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবেন।”

ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, “আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে।”

শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়।”

পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে।”

আসাদুজ্জামান আরও বলেন, “পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।”

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত
ডাকসুকে অতি হাইপ দেয়া বন্ধ করুন:  জাহিদ
কুমিল্লায় বিয়ে করতে গিয়ে বর বিপাকে, দিতে হলো ১৫ লাখ টাকা জরিমানা
মেটার এআই চশমা দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন বদলে দিচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা