নারীদের নিরাপত্তা ও স্বঅধিকার নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস 

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৬:২৮| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৬:৩১
অ- অ+

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস সম্প্রতি নারীদের ওপর নির্যাতন ও হেনস্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, দেশের সকল মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আইনশৃঙ্খলার উন্নতির পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কাঙ্ক্ষিত নিরাপত্তার উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বিশেষ করে নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীদের নিরাপত্তা ও স্বঅধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার রাজধানীর মতিঝিলে সারা টাওয়ারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় মহিলা কমিটির উদ্যোগে "নারীর প্রতি বৈষম্য ও হয়রানিমুক্ত কর্মক্ষেত্র: বাস্তবতা ও করনীয়" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আজও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আমাদের উচিত নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা তাদের মেধা এবং গুণাবলি পূর্ণাঙ্গ বিকাশ করতে পারে।

তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে নারীরা অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিলেন। তারা শুধু যোদ্ধা হিসেবেই নয়, চিকিৎসক, নার্স, সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছেন। ক্রীড়া, সাংস্কৃতিক এবং দেশের উন্নয়নে নারীকে আরও এগিয়ে নিতে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে।

শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক কোহিনূর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, শ্রমিক নেতা মেহেদী আলী খান, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মন্জুরুল ইসলাম মন্জু, খোরশেদ আলম, হামিদা খাতুন, নার্গিস জাহান, তাসলিমা আক্তার ডিনা, মুজিবর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত
ডাকসুকে অতি হাইপ দেয়া বন্ধ করুন:  জাহিদ
কুমিল্লায় বিয়ে করতে গিয়ে বর বিপাকে, দিতে হলো ১৫ লাখ টাকা জরিমানা
মেটার এআই চশমা দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন বদলে দিচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা