শ্রীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১০:২৯| আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৩:৩৭
অ- অ+

শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় আট বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মালেক (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া ডেকু কারখানা সংলগ্ন বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

অভিযুক্ত মালেক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামের মাতাব উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুটির বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। শিশুটি তার পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকে।

জানা গেছে, অভিযুক্ত মালেক ওই শিশু ছাত্রীকে বৃহস্পতিবার ছুটির পর আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত মালেককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।”

(ঢাকাটাইমস/০৯মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা