শ্রীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় আট বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মালেক (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত মালেক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামের মাতাব উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী শিশুটির বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। শিশুটি তার পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকে।
জানা গেছে, অভিযুক্ত মালেক ওই শিশু ছাত্রীকে বৃহস্পতিবার ছুটির পর আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত মালেককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।”
(ঢাকাটাইমস/০৯মার্চ/এফএ)

মন্তব্য করুন