যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৭:১৪
অ- অ+

যশোরের চৌগাছা উপজেলায় রোকসানা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সিজার হোসেনের (৪৫) বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সিজার হোসেন পেশায় নির্মাণশ্রমিক। তিনি প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বসবাস করেন। তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগম এক সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি সিজার হোসেন বাড়িতে ফেরেন। সোমবার সকালে রোকসানা তাদের জীর্ণ ঘরটি মেরামতের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিজার হোসেন বাঁশ দিয়ে রোকসানার মাথা ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সিজার হোসেন পালিয়ে যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সিজার হোসেনকে আটক করতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে জেলেদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ
মার্কিন সেনাঘাঁটিতে বন্দুক হামলায় আহত ৫, লকডাউন জারি
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা