গাভাস্কারকে সতর্ক করে দিয়ে মুখে লাগাম টানতে বললেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৮:৫৫
অ- অ+

বিশ্ব ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ কিংবা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চকর দ্বৈরথ ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যতোটা বেশি কথার লড়াই আর উত্তেজনা দেখা যায়, বর্তমানে মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না।

কারণ ভারতের কাছে প্রায় প্রতিটি টুর্নামেন্টে একপেশে ম্যাচ হেরে চলছে পাকিস্তান। এমনকি দেশটি চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ‘বি’ টিমকেও হারাতে কষ্ট হবে বলে মনে করছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

পাকিস্তান দলকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি কিংবদন্তি ইনজামাম উল হক। গাভাস্কারকে সতর্ক করে দিয়ে মুখে লাগাম টানতে বলেছেন তিনি।

ভারত-পাকিস্তানের এই একপেশে লড়াইয়ের ম্যাচ নিয়ে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেছিলেন, ‘আমার মনে হয় ভারতের ‘বি’ দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। ‘সি’ দলের কথা আমি বলতে পারবো না। তবে পাকিস্তানের বর্তমান এই দলটির জন্য ভারতের ‘বি’ দলকে হারানোও কঠিন হবে। ওদের ক্রিকেটের এখন এতটাই খারাপ হাল।’

গাভাস্কারের এমন কথা শুনে বেজায় চটেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। প্রায় দুই সপ্তাহ পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গাভাস্কারকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। ইনজামাম বলেছেন, তার মুখে লাগাম টানা উচিৎ।

পাকিস্তানের এক সংবাদভিত্তিক টিভি চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘তাকে (গাভাস্কারকে) কেউ পরিসংখ্যান দেখতে বলুন। তাহলেই তিনি জানতে পারবেন পাকিস্তানের অবস্থান কোথায়। তার মতো একজন এমন মন্তব্য করায় আমি খুব দুঃখ পেয়েছি। তিনি অনেক বড় মাপের ও সম্মানীয় ক্রিকেটার। কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তিনি নিজেরে লিগ্যাসিকে অবমূল্যায়ন করছেন। তার মুখ সামলে কথা বলা উচিৎ।’

ইনজামাম আরও বলেন, ‘৮০-৯০-এর দশকে পাকিস্তানের কাছে নিয়মিত হারতো ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জিতেছে, তারা সত্যিই খুব ভালো খেলেছে। কিন্তু মিস্টার গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিৎ। পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বাঁচতে তিনি শারজা থেকে পালিয়েছিলেন। তিনি বয়সে আমাদের চেয়ে বড়। তাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু অন্য দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করা উচিৎ নয়। আপনার দল নিয়ে যত খুশি প্রশংসা করুন। অবশ্যই সেই অধিকার আপনার আছে। কিন্তু অন্য দল নিয়ে এ ধরেনর মন্তব্য কুরচিপূর্ণ।’

(ঢাকাটাইমস/১০ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে জেলেদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ
মার্কিন সেনাঘাঁটিতে বন্দুক হামলায় আহত ৫, লকডাউন জারি
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা