পঞ্চগড়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক 

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ১৯:৫৮
অ- অ+

পঞ্চগড় সদর উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় অভিযোগ করেছেন শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। একই দিন রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।

মামলার এজাহার স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সময় প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে তাকে সৌরভের ঘরে দেখতে পান। সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধর করে। নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে, এখন পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা