বিজ্ঞাপনে ‘হিরো’ নিরব

শোবিজে চিত্রনায়ক নিরব হোসেনের পথচলা শুরু মডেলিং দিয়ে। এরপর সিনেমায় এসে থিতু হন। ২০০৯ সাল থেকে রুপালি পর্দার পথচলায় তাকে মূলত সিনেমার ‘হিরো’ হিসেবেই দেখেছে সবাই। এর্ মধ্যেই চালিয়ে গেছেন বিজ্ঞাপন ও স্টিল মডেলিংয়ের কাজ।
প্রথাগত বিজ্ঞাপনের বাইরে এবার রুপালি জগতের হিরোর জীবনধর্মী এক বিজ্ঞাপনে আসছেন তিনি। সেখানে তাকে দেখা যাবে এক হিরোর দৈনন্দিন জীবনের নানা গল্পে। এমনটাই জানালেন নায়ক নিরব।
ইস্পাত কোম্পানি ‘জেডএসআরএম’-এর বিগ বাজেটের এই নতুন বিজ্ঞাপনটি আসছে ক্রিয়েশন ওয়ার্ল্ড’ এজেন্সির ব্যানারে। প্রবীর রয় চৌধুরী নির্মিত এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে সাভারের আমিনবাজার, উত্তরার দিয়াবাড়ি ও বিএফডিসিতে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে নিরব ঢাকাটাইমসকে বলেন, ‘একজন সিনেমার হিরোর জীবনের সাথে বিজ্ঞাপনটির গল্পের কম্বিনেশন দেখানো হয়েছে। একজন হিরোর দৈনন্দিন জীবনের তিনটি বিষয় বিজ্ঞাপনে দেখা যাবে। যেমন- পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন। এর মধ্যে পারিবারিক জীবনের অংশে আমার সাথে মডেল রেজমিন সেতু কাজ করেছে ।’
এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে বলে জানান নিরব। কেননা এটি বিজ্ঞাপন হলেও এতে পাওয়া যাবে সিনেমার ফ্লেভার।
নায়ক আরও জানান, খুব শিগগির দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে প্রচারে আসবে বিজ্ঞাপনটি।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএম/মোআ)

মন্তব্য করুন