দলের কেউ অন্যায় করলে তাকে শাস্তির আওতায় আনা হবে: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১১:০০
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা ১৭ বছর একটি ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। ফ্যাসিবাদ চলে গেছে। কিন্তু আমাদের ওপর এখনো অত্যাচার, অনাচার ও নারীদের ওপর ধর্ষণ চলছে। মাগুরায় আমার ছোট বোনটি ধর্ষণের কারণে মৃত্যুবরণ করেছে।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “১৫ বছর কেউ ভোট দিতে পারে নাই। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কেউ অংশ নেয়নি। মানুষ একটি সুষ্ঠু ভোটের আশায় রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র থামাতে হলে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, দ্রুত সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।”

শামা ওবায়েদ আরও বলেন, “যারা গত ১৭ বছর ঘরে ঘুমাতে পারেননি, মিথ্যা মামলায় জেল খেটেছেন, তাদেরকে দলে প্রাধান্য দেওয়া হবে। তবে গত ৫ আগস্টের আগে আপনাদের যারা ঘরে থাকতে দেয় নাই, এখন তাদের সঙ্গে দহরম-মহরম করলে আপনারা দায়ী থাকবেন।”

তিনি বলেন, “এখন দেশ ও দল গড়ার সময়। এই সময় বিএনপির নাম ব্যবহার করে বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অন্যায় করতে পারবে না। দখলবাজি করতে পারবে না। দলের কেউ কোনো অন্যায় করলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে।”

কোদালিয়া-শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা