রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ০৯:০৫| আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:২৬
অ- অ+

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার বেলা ৩টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শোয়াইব ইসলাম (১৭)। সে কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নে।

বিএন স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের গণিত বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, “শোয়াইব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সে মৃত্যুবরণ করে।”

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা