মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৩:১৩
অ- অ+

আছিয়া খাতুনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দিতে শনিবার সকালে মাগুরায় গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি।”

তিনি আরও বলেন, “৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই। ৯১ দিন যেন না হয়।”

জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, অফিস সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন, মুহাম্মদপুর উপজেলা আমির নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো. জুবায়ের হোসেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূর করে হাজারো রোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা