সংস্কারের জন্য আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: জাতিসংঘ মহাসচিবকে নাহিদ

সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জানিয়েছেন জাতীয নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজে দেবে না।
শনিবার (১৫ মার্চ) দুপুর একটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান এনসিপি নেতা।
বাংলাদেশ সফররত জাতিসংঘ মহসচিব আন্তনিও গুতেরেসের সাথে গোলটেবিল বৈঠকে অংশ নেন বিএনপি, এনসিপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ও অংশীজনরা।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও গণহত্যার বিচারে জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মৌলিক ভিত্তি এই সরকারের আমলেই তৈরি করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। এ ছাড়া সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান তুলে ধরেছি।’
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নেন।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আগামীকাল রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা।
(ঢাকাটাইমস/১৫মার্চ/মোআ)

মন্তব্য করুন