কেউ করুক বা না করুক বিএনপি গণহত্যার বিচার করবেই: ইশরাক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ২১:৩৭
অ- অ+

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খুনি হাসিনার বিচার আর কেউ করুক বা না করুক বিএনপি বিচার করবেই। এদের নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি গর্ভবতী মা, গুলিতে ঝাঁঝরা করে হত্যা করা হয়েছে শিশুদের। সেটি আমরা কখনও ভুলবো না।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার ৮ জনকে হত্যা করা হয়েছে। ১৩ সাল থেকে গুম করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। শুধু হাসিনা নয়, তার কোনো দোসরকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক, যারা আসবে তাদেরকেও হাসিনার বিচার করতে বাধ্য করবো।

শনিবার বগুড়া সদর সরকারি আজিজুল হক কলেজ মাঠে জেলা ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা এবং জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, জুলাই বিপ্লবে যে ছাত্রসংগঠনগুলো ভূমিকা রেখেছে তাদের মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রদল তথা তরুণরা। এর মাধ্যমে প্রমাণ হয় দেশের পাহাড় সমান বাঁধা এবং সমস্যা সমাধান তারা করতে পারে। এই তরুণরা নিজের জীবন দিয়ে খুনি হাসিনাকে মোকাবিলা করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে জনগণের ছাত্র রাজনীতির প্রতি ভিন্ন চাহিদা তৈরি হয়েছে। তারা আমাদের কাছে অনেক কিছু আশা করে। মানুষের প্রত্যাশা সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই বিপ্লবকে স্মরণ করে আমাদের সংস্কার হতে হবে, সংশোধন হতে হবে। যেভাবেই বলি না কেনো আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। রাজনীতি থেকে সকল নেতিবাচক ধারণা পরিহার করতে হবে।

তিনি বলেন, আমাদের মিশন ও ভিশনের মাধ্যমে জনগণের মন জয় করে ভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে হবে। যদি ক্ষমতায় আসতে পারি তবেই তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করতে পারবো। এই ৩১ শুধু বিএনপির একার নয়, ৩৭টি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞের মতামত নিয়ে হাসিনা পালানোর দেড় বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উত্থাপিত করা হয়। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে তাতো আড়াই বছর আগেই তারেক রহমান প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশে সংস্কার করেছিলেন। এটিই বড় সংস্কার। এদেশে সংস্কার করলে বিএনপিই করেছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, করলে ১৪ সালের নির্বাচনে অংশ নিতো, আপোষের প্রস্তাব মেনে নিতো।

বিএনপির এই নেতা বলেন, সংস্কারের নামে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন। সরকারের ভিতরে থেকেই একটি অংশ নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করছে। কারা করছেন তা আমরা জানি। এই চক্রটি নির্বাচন পিছিয়ে দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। এ চেষ্টা সফল হলে দেশ আবারও পিছিয়ে যাবে, গণতন্ত্র পিছিয়ে পড়বে। তখন দেশ উত্তর কোরিয়া এবং মায়ানমারের মত জান্তা সরকার আমাদের ঘাড়ে চেপে বসবে। তা আমরা হতে দিতে চাই না, হতে দিবো না।

জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলার সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহীদুর নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা