‘দুঃসময়ে দলকে পুনর্জাগরণে কাণ্ডারির ভূমিকা পালন করেছে তৃণমূলের নেতাকর্মীরা’

অতীত ইতিহাস বলে, আওয়ামী লীগ যখন সরকারে থাকে, তখন তৃণমূল নেতাকর্মীদের দেওয়া কথা ও কাজের সঠিক মূল্যায়ন করে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিছু বিতর্কিত নেতা, ব্যবসায়ী ও আপাদমস্তক সুবিধাবাদি আমলানির্ভর হয়ে যায়। তৃণমূলের মতামত উপেক্ষা করে, শেখ হাসিনাকে ভুল তথ্য দিয়ে, দল ও সরকার পরিচালিত হয় অদৃশ্য কোনো ইশারায়। আবার দল যখন বিরোধী দলে থাকে অথবা রাজনৈতিক কোনো দুর্যোগে পড়ে, তখন দলকে উজ্জীবিত করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের কদর বেড়ে যায়। সে সময় রাজনীতিতে সুবিধাভোগী অনেক নেতার মুখে মিষ্টি ভাষায় বলতে শোনা যায়, এখন অতীতের সকল ভুলত্রুটি ভুলে আমাদের সবাইকে আবার একযোগে কাজ করতে হবে।
ইতিহাস সাক্ষী, কোনো বিতর্কিত এমপি, মন্ত্রী নেতা বা আমলারা নয়, দেশের সকল দুর্যোগ ও দুঃসময়ে দল ও সরকারকে পুনর্জাগরণে কাণ্ডারির ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই।
লেখক: সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক লীগ

মন্তব্য করুন