রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ১১:১২| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১:২৫
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিশিষ্ট আলেম ও ওয়ায়েজিন হাফেজ মাওলানা রুহুল আমিন আলকাদেরী পোমরা মারা গেছেন। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে শান্তিরহাটস্থ নিজ বাসভবনে পবিত্র কালেমা শরীফ ও সালাতু সালাম পড়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের বড় ছেলে মাওলানা খায়রুল আমিন চিশতি জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় মাওলানা রুহুল আমিন পোমরা জামেউল মাদরাসায় শিক্ষকতা, কর্ণফুলী জুট মিলস মসজিদের খতিব, বিশিষ্ট প্রবীণ ওয়ায়েজিন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ছিলেন। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া, আনজুমান ও তরিকতের অনেক খিদমত করেন।

মরহুমের নামাজে জানাজা পোমরা বঙ্গবন্ধু বিদ্যালয় সংলগ্ন মাঠে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মাওলানা রুহুল আমিনের মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, যুবসেনা, ছাত্রসেনা, রাঙ্গুনিয়া বিএনপি ও অঙ্গসংগঠন, রাঙ্গুনিয়া মুসলিম রিলিজিয়াস টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিক্ষক সমিতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, আনজুমানে ছওয়াদে আজম, বিভিন্ন সুন্নী শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক সংগঠন তার মাগফিরাত কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা