ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ২০:২৩
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে তিনজন আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে দলটির ১৫ জনের মতো সদস্য মিছিলের চেষ্টাকালে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), মো. সিরাজুল (৪৫) ও মো. রাজু (৩০)।

শুক্রবার রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।

তিনি জানান, সন্ধ্যার পর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় গ্রেপ্তারকৃত তিনজনসহ কয়েকজন মিলে একটি মিছিল বের করার চেষ্টা করে। পরে জনগণ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ওই মিছিলে থাকা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা