রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শওকত হাসান আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে এবং তিনি আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট ছাত্র আন্দোলনকারী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শওকত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

মন্তব্য করুন