যে কারণে প্রেসক্লাবের সদস্যপদ হারালেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ১৮:০৩
অ- অ+

জাতীয় প্রেসক্লাব থেকে সদস্যপদ হারালেন বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ।

ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর: ইসি
চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে মির্জা ফখরুল
আওয়ামী লীগ বাদে ইলেকশন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে
রবি এলিট গ্রাহকদের জন্য স্যাভয় আইসক্রিমে সর্বোচ্চ ১৫% ছাড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা