ডিআরইউতে হামলায় তিন কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ১৭:৪৫
অ- অ+

সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হামলার ঘটনা ঘটেছে। এতে ডিআরইউয়ের তিন কর্মচারী আহত হয়েছেন। করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের নেতৃত্বে এই হামলা হয় বলে জানা গেছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, বাবুল, জহির ও একজন ক্যান্টিন কর্মী। এদের মধ্যে বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

তিনি বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা আমার ক্লাবের তিন কর্মীকে মারধর করে। এসময় তাদের সবার হাতে লাঠিসোঁটা ছিল।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আমি ঘটনাটি এখনো জানতে পারিনি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা