কর্ণফুলীতে জেলের জালে উঠে এলো নারীর লাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৪১| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৯
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক বৃদ্ধা উপজাতি নারীর লাশ। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রিজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে একদল ভাসমান জেলে তাদের জালে লাশটি দেখতে পেয়ে উদ্ধার করেন।

তার নাম সামাপ্রু মারমা (৬৫)। তিনি বেতবুনিয়া উপজেলার ৯৬ নম্বর কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

উদ্ধারকারীরা জানান, জেলেরা লাশটি উদ্ধার করে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। লাশের সাথে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়।

এদিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে নিহতের মেয়ের জামাই কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, `লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।’

(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা