গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৯| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫১
অ- অ+

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রবিবার বিকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোন চন্দিয়া নয়াবাড়ি গ্রামের খোকা মিয়া এবং মৃত জয়নাল মিয়ার ছেলেদের সঙ্গে নিহত রুহুল আমিনদের পরিবারের দীর্ঘদিনের ৩২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।

রবিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে খোকা মিয়া ও মৃত জয়নালের ছেলেরা হঠাৎ করে মাটি কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে রুহুল আমিনসহ কয়েকজন সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় খোকা মিয়ার ছেলে এনামুল ও আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমিনের ওপর হামলা চালায়। একপর্যায়ে এনামুল রুহুল আমিনের মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা