ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় আকিল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সাগরদিঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের চাম্মলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিল মিয়া উপজেলার সাগরদিঘির শোলাকুড়া গ্রামের জয়নাল মেম্বারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আকিল মিয়া সকালে মোটরসাইকেলে সাগরদিঘি থেকে ঘাটাইল যাচ্ছিলেন। এ সময় আষাড়িয়াচালার চাম্মলকুড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায় মোটরসাইকেলের আরোহী। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরোহী আকিল মিয়াকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, সকালে রাস্তায় লোকজন না থাকায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/০৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন