সিরাজগঞ্জে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৩০
অ- অ+

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিতপুর নৌকা ঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উত্তর হাটাইল গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এর আগে রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার যমুনা নদীর ভূতের মোড় এলাকায় স্বজনদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন মিরাজুল।

নিহতের চাচা বাবু মিয়া বলেন, ভাতিজা মিরাজুল ইসলাম নদীতে নিখোঁজ হওয়ায় পর স্থানীয়ভাবে জাল ও নৌকা দিয়ে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। মঙ্গলবার সকালে কয়েকজন জেলে নদীতে মরদেহ ভাসতে দেখলে সংবাদ দেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর বাড়িতে নিয়ে এসেছি।

চৌহালী নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজানুর রহমান বলেন, মরদেহটি নদীতে ভেসে উঠলে জেলেদের নজরে আসে। পরে নিহত পরিবারের স্বজনদের খবর দিলে তারা মরদেহটি নিয়ে যায়।

(ঢাকা টাইমস/০৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা