টঙ্গীর মাজার বস্তিতে র‌্যাবের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৬

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১১:১৫| আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:৪২
অ- অ+

টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ (৩২) ছয়জনকে অস্ত্র এবং হেরোইনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহরিয়ার হোসেন সৈকত গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের ওপর হামলায় নেতৃত্ব দেন। এ ছাড়া তিনি গাজীপুর মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও মো. নূর ইসলাম (২৭)।

এ সময় একটি শর্টগান, ৪ রাউন্ড বুলেট, ১৯৫ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৪০০ টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা সূত্রে জানা যায়, সৈকত বিভিন্ন সময় অস্ত্রসহ মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চার করার জন্য শোডাউন করেন। একই সঙ্গে তিনি মাজার বস্তিতে বিভিন্ন স্পটে মাদক বিক্রয় করেন। পূর্বে যৌথ বাহিনীর অভিযানে শোডাউনের সময় তিনি পলায়ন করেন।

পরবর্তীতে গত ২৭ মার্চ টঙ্গীর বড়বাজার মসজিদ এলাকায় তিনি একজন সংবাদকর্মীকে প্রাণনাশের উদ্দেশে ফাঁকা গুলি করেন বলে টঙ্গী পূর্ব থানা হতে অভিযোগ পাওয়া যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী র‌্যাবের একটি দল তাকে বুধবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন সেনাকল্যাণ এলাকা থেকে গ্রেপ্তার করে।

আসামিকে অস্ত্র ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুব উগ্রভাবে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তার এনড্রয়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তির একটি নির্দিষ্ট স্থানে মাদক বিক্রিসহ নারীদের ব্যবহার করে হানিট্র্যাপ, মাদক বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ টাকার ভিডিও এবং ছবি পাওয়া যায়।

প্রাপ্ত ছবি এবং ভিডিওর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয় এবং ভিডিওতে প্রাপ্ত ঘর থেকে তল্লাশি করে একটি রিভলভার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলভারসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, রিভলভারটি ভারতে স্থানীয়ভাবে তৈরি করা বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায়, যেখানে আসামি সৈকত সেলসম্যান হিসেবে কাজ করেন। এ ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মাদক স্পটে গোপন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু শর্টগান এমুনিশন পাওয়া যায়।

ইতিপূর্বে র‌্যাব অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুণ্ঠিত গ্যাস গান কার্টিজ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত ৪ আগস্ট ছাত্রদের ওপর গাজীপুর এবং টঙ্গীতে প্রকাশ্যে গুলিবর্ষণ করে ও হামলা চালায়। এসব বিষয় তিনি একটি গোপন ফেসবুক গ্রুপে পোস্ট করেন বলে জানা যায়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা