সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৫, ১২:২৩| আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:৩২
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।

নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা নদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর মরদেহটি পড়ে ছিল।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এই ঘটনায় কোনো মামলা হয়নি। নিখোঁজ বৃদ্ধ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেননি। শনিবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা