শ্রীপুরে চিরকুট লিখে নারী পোশাকশ্রমিকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে প্রেমিককে চিরকুট লিখে তানজিলা (২৬) নামে এক নারী পোশাকশ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার মধ্যরাতে উপজেলার জৈনা বাজার এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বহুতল ভবনের দোতলা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রেমিককে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
মৃত তানজিলা উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি পাশের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের তালা ভেঙে ওই পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাশেই ছিল একটি চিরকুট। কয়েক মাস ধরে তিনি এই বাসায় থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, মাঝেমধ্যে একটি ছেলে স্বামী পরিচয়ে বাসায় আসতেন। তবে স্বজনদের দাবি, তার স্বামী নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
পাশে পড়ে থাকা চিরকুটে লেখা রয়েছে, ‘আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো কারণ না। কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।
(ঢাকা টাইমস/১৩এপ্রিল/এসএ)

মন্তব্য করুন