হরিণাকুণ্ডুতে নানা বর্ণিল আয়োজনে বর্ষবরণ

জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ গানের মাধ্যমে আনন্দ শোভাযাত্রায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার সকালে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রাটি হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক-উজ জামানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ রউফ খান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সহ-সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক তাইজাল আলী, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম টোটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সামাদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নানা কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, হাড়ি ভাঙা খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, লাঠি খেলার মতো উপভোগ্য নানা আয়োজন।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/মোআ)

মন্তব্য করুন