নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন দুপুর ১২টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়।
(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন