সংস্কার ছাড়া বর্তমান মাঠ প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ২০:০৮
অ- অ+

বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ নয় বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।

রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য তারা কাজ করছেন জানিয়ে নাহিদ বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে নির্বাচনে তার দল অংশগ্রহণ করবে কি না সেটাও বিবেচনাধীন থাকবে।

আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি অনেক জায়গায় মাঠ প্রশাসন বিএনপির পক্ষাবলম্বন করছে। মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে যে মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে এনসিপির আহ্বায়ক জানান তারা সংস্কার বিষয়ে যেসব প্রস্তাব সংস্কার কমিশনে দিয়েছেন, সেগুলো নিয়ে কথা বলেছেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের তিনটি দাবির কথা বলেছি। সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা বলেছি যে ন্যূনতম সংস্কার নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কি না, সেটাও বিবেচনাধীন থাকবে।’

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন নিয়ে সংশয় কাটাতে সরকারের দৃঢ় ইচ্ছাই গুরুত্বপূর্ণ: সাইফুল হক
৭ জেলায় নতুন এসপি
পুলিশের শীর্ষ ৫২ কর্মকর্তাকে বদলি
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা