টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা পরিবারের সঙ্গে পূর্ব আরিচপুর এলাকায় সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ওই দুই শিশুর মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। কে বা কারা শিশু দুটিকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/মোআ)

মন্তব্য করুন