টাঙ্গাইলে গাঁজাসহ দুই কারবারি আটক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১৬:০৮
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার উপজেলার সাগরদীঘি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— চট্রগ্রামের বুজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ইব্রাহিম খলিল (৩৫) এবং জোড়ারগঞ্জ উপজেলার পশ্চিম সোনাই গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (২৮)।

জানা যায়, র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ঘাটাইল উপজেলার মেসার্স হাজী থাই অ্যালুমিনিয়াম এন্ড টাইলস হাউজের সামনে পাকা রাস্তার ওপর থেকে বিশেষ অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ৩২ কেজি গাঁজা ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং গাড়িতে রক্ষিত ১৪ টন সরিষাসহ আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, এ ঘটনায় ঘাটাইল থানায় মামলা দায়েরর্পূবক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা