টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৮| আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:২৪
অ- অ+

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীতে সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সিজন টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকার স্বপন মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে।

পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে রেল কলোনি বস্তির জনৈক ফারুকের চায়ের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্ত সিজনকে ধারাল চাপাতি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এরপর জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় ভিকটিম সিজনকে তার স্ত্রী ও স্থানীয় লোকজন টঙ্গী সরকারি হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সিজনের ভাই শিপন জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সালমানকে গতকাল সোর্স মনিরের সহযোগিতায় আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়। আজ (রবিবার) বিকালে সে ফোন করে আমার ভাইকে ডেকে আনে আর সন্ধ্যার পর সালমান ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে।’

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘সিজন পুলিশের সোর্স ছিলেন কি না তা আমার জানা নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি ফরিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা