ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, ২১:৩৫
অ- অ+

রাজধানীর খিলক্ষেতে থেকে ফরিদপুরে হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আসামিদের নাম, মো. সম্রাট (২৫) ও তার ভাই সাজিত (২৩)।

সোমবার বিকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পটির কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

তিনি জানান, গত বছরের ২ নভেম্বর দুপুরে মো. নুরুল ইসলাম (৪৮) ও তার বড় ভাই ভিকটিম কবির উদ্দিনসহ (৫০) ফরিদপুরের সদরপুর থানাধীন সাড়ে সাতরশি বাজার থেকে ছাগল ক্রয় করে বাড়িতে আসার পথে তাদের অটোবাইক ঘোড়ানোর সময় মো. সম্রাটের অটোবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি সম্রাটসহ তার ভাই সাজিত এসে ভিকটিম কবির উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করে। তাদের আঘাতের প্রেক্ষিতে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম কবির উদ্দিন মৃত্যুবরণ করে।

পরবর্তীতে ভিকটিমের ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের সদরপুর থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অভিযাচন পত্রের ভিত্তিতে সোমবার বিকালে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তি এবং র‌্যাব-১ এর সহযোগীতায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সম্রাট ও সাজিতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। (ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা