বাধ্যতামূলক অবসরে সাবেক রাষ্ট্রপতির জামাতাসহ ২ অতিরিক্ত কর কমিশনার

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানসহ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দুজন অতিরিক্ত কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অন্যজন হলেন শফিকুল ইসলাম আকন্দ।
বুধবার (২৩ এপ্রিল) কর শাখা-২ এর সহকারী সচিব জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো মোহাম্মদ মাহমুদুজ্জামান কর আপিল অঞ্চল, রাজশাহীর কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন এবং শফিকুল ইসলাম আকন্দ কর আপিল অঞ্চল-১, ঢাকার কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে অবসর প্রদান করা প্রয়োজন বলে মনে করায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।
মাহমুদুজ্জামান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা বলে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। আবার কারও মতে, আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল, যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে এর আগে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। এ অভিযোগের কারণে তাকে একবার সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এর আগে ১৭ এপ্রিল আরও দুই কর কমিশনার গোলাম কবীর ও আবু সাঈদ মো. মুস্তাককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গোলাম কবীর খুলনায় ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চের সদস্য ছিলেন এবং আবু সাঈদ মো. মুস্তাক কর্মরত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদস্য হিসেবে।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

মন্তব্য করুন