মির্জাপুরে সাংবাদিকতার মৌলিক প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকতার মৌলিক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মির্জাপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
কর্মশালার সমন্বয়ক ছিলেন জার্মান নিউজ এজেন্সি ডিপিএ বাংলাদেশ প্রতিনিধি ও টাইমস অব বাংলাদেশের সম্পাদক নজরুল ইসলাম মিঠু।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বিশেষ সংবাদদাতা সৈয়দ সামসুজ্জামান নিপু ও রাইজিং বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার কিসমত খোন্দকার।মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় ২০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সমন্বয়ক ও প্রশিক্ষক অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন