হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:০৮| আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১০
অ- অ+

হবিগঞ্জের সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের সালাম মিয়ার সঙ্গে একই গ্রামের সুজন মিয়ার দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে শনিবার সকাল ১০টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় সুজন মিয়া (৩৫) ও ফুল মিয়াকে (৭০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা