মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:০২
অ- অ+

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।

রবিবার দুপুরে সদর উপজেলার কুশেরচর খেয়াঘাটে এলাকাবাসী ও কুশেরচর ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে কালীগঙ্গা নদীর পাড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানা।

এসময় বক্তব্য দেন কুশেরচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এটিএম শাহজাহান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকউদ্দিন ভূইয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, স্থানীয় সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন এবং কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই কুশেরচর এলাকাবাসী নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে। কুশেরচর এলাকার দুইপাড়ের হাজার হাজার কৃষক, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীরা ব্রিজ না থাকায় খেয়াঘাটে নানা ভোগান্তির শিকার হচ্ছে। তাই একটি সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

(ঢাকা টাইমস/২৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা