মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:১০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে মির্জাপুর বাজারের কলেজ রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন অর রশিদ পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মৃত জামাল খানের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি কর্মসূচি চলছিল। কর্মসূচি চলাকালে বহিরাগত একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল পুলিশের ছুড়া গুলিতে দুই চোখ অন্ধ হয়। এই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০০ জনের নামসহ অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশি তদন্তে ওই মামলায় হারুন অর রশিদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা