মুন্সীগঞ্জে সাড়ে ৫ কোটি টাকা মূ্ল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১৮:১২
অ- অ+

মুন্সীগঞ্জ থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূ্ল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের খালাসি বাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি জাল তৈরির কারখানা ও তিনটি গোডাউন তল্লাশি করে আনুমানিক ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১ হাজার ৫ শত পিচ সুতার রিল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা