সিরাজগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়ার জেরে হাসি খাতুন (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী জাকারিয়া হোসেন পলাতক রয়েছেন।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া মহল্লার স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসি খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।

নিহতের বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, পারিবারিকভাবে তিন বছর আগে তার বোনের সঙ্গে জাকারিয়ার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। তবে জাকারিয়া প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ বিষয়টি হাসি খাতুন জেনে যাওয়ায় দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। কলহের জেরে আমার বোনকে রাতের কোনো এক সময় জাকারিয়া শ্বাসরোধে হত্যা করেছে। কিন্তু আমাদের ফোন করে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা এসে দেখি হাসির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

(ঢাকা টাইমস/২৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা