সাভারে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভারের হেমায়েতপুর থেকে মাদক মামলায় মো. এনামুল হক (৪৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার রাতে এটিইউএর রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার বিকালে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার এনামুল হক ঠাকুরগাঁও জেলাধীন রাণীশংকৈল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি। সিনিয়র দায়রা জজ ঠাকুরগাঁও মামলার বিচারকার্য শেষে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
এরপর থেকে ওই আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার অধিযাচন পত্রের ভিত্তিতে এটিইউ রংপুর বিভাগীয় কার্যালয়ের নিজস্ব নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন