ভারত-পাকিস্তানকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৩| আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৮
অ- অ+

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির পর উভয় দেশকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র গুও​জিয়াকুন বলেন, ‘চীন আশা করে, উভয় পক্ষ সংযম প্রদর্শন করবে, একে অপরের সঙ্গে সংলাপ ও পরামর্শের মাধ্যমে প্রাসঙ্গিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করবে এবং যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে এমন সকল পদক্ষেপকে চীন স্বাগত জানায়।’

গত ২২ এপ্রিলের ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন এবং ২০০০ সালের পর থেকে এটি বিতর্কিত হিমালয় অঞ্চলে সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলাগুলোর মধ্যে একটি। এই হামলায় ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

এদিকে এ ঘটনার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে টানা চতুর্থ রাতের মতো গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘২৭-২৮ এপ্রিল রাতে... পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করে’।

এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্র: ডন

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা