নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৫| আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল ওই গ্রামের সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি চা দোকানে বসেছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচ অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

এসময় স্থানীয় লোকজন অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী ৩ জনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

(ঢাকা টাইমস/২৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা