ডাকাতিয়া নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:২৭| আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৫০
অ- অ+

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে থেকে মো. ইয়াছিন আরাফাত (১৫) নামে এক স্কুলছাত্র মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরান বাজার ৫ নম্বর খেয়াঘাট সংলগ্ন রূপালী রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে।

মৃত মো. ইয়াছিন আরাফাত শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের বাসিন্দা মো. দুলাল কাজীর ছেলে। সে পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আরাফাতসহ ৫ বন্ধু নদীতে গোসল করতে আসে। তারা দুষ্টুমি করে ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। সাথে থাকা অন্যরা লাফ দিয়ে উঠতে পারলেও আরাফাত নদীতে তলিয়ে যায়। এমন পরিস্থিতি দেখে ঘাটের লোকজন তাৎক্ষণিক বিষয়টি ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটে খবর দেয়।

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, ১টা ১০মিনিটে আমরা ঘটনাস্থলে রওয়ানা হই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই সময় ওই স্কুলছাত্রের বাবা-মাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/২৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা