সিঙ্গাপুর বধে প্রস্তুত হামজা-জামালদের ভক্তরা, স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৫, ১৫:০১
অ- অ+

দীর্ঘ ১৬৫৯ দিন পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচটি মাঠে বসেই উপভোগ করবেন হাজারো সমর্থক। এই ম্যাচের টিকিটের জন্য অনলাইনে রীতিমত যুদ্ধ করেছেন ফুটবল ভক্তরা। মহাদেশীয় প্রতিযোগিতার এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে সকাল থেকেই জমে উঠেছে জাতীয় স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা। ভক্তদের উচ্ছ্বাসে পরিণত হয়েছে জনসমুদ্রে।

পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টায় স্টেডিয়ামের গেট খোলা হলেও তার বহু আগেই খেলা দেখতে আসতে শুরু করেন ফুটবলপ্রেমীরা। দুপুর গড়াতেই ৩৬ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। গুলিস্তান মোড়সহ আশপাশের সড়কগুলো ফুটবল ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

ভক্তদের অনেকেই বাংলাদেশ দলের জার্সি গায়ে দিয়ে এসেছেন দলবেঁধে। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে নানা রঙের ব্যানার ও ফেস্টুন। এক ব্যানারে লেখা ছিল, ‘হামজা-শোমিত-ফাহমিদুলের ঠিকানা; পদ্মা মেঘনা যমুনা।আরেকজনের প্ল্যাকার্ডে দেখা গেছে স্লোগান, ‘কোটি মানুষের প্রাণের সুর; বাংলার ফুটবল ফিরে আসুক।

ভক্তদের মাঝে দেখা গেছে এক তরুণকে, যিনি নিজের চুলের স্টাইলও মিলিয়েছেন হামজা চৌধুরীর সঙ্গে। কেউ বলছেন, বাংলাদেশের মিডফিল্ড এখন দক্ষিণ এশিয়ার সেরা, আর এই শক্তিশালী মিডফিল্ড থেকেই শুরু হতে পারে জয়ের গল্প।

দলে আছেন জামাল ভূঁইয়ার মতো অভিজ্ঞ অধিনায়ক, সঙ্গে তরুণ প্রতিভাবান খেলোয়াড় হামজা, শোমিত ও ফাহমিদুল। প্রত্যাশা, সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে মহাদেশীয় লড়াই শুরু করবে লাল-সবুজের দল।

উল্লেখ্য, সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হলেও নিরাপত্তা ও আয়োজনের স্বার্থে বিকেল ৫টার পর স্টেডিয়ামে প্রবেশের সুযোগ নেই। তাই আগেভাগেই আসন নিশ্চিত করতে প্রতিটি গেটে দেখা গেছে ফুটবলপ্রেমীদের দীর্ঘ সারি ও প্রাণবন্ত উপস্থিতি।

বাংলাদেশের ফুটবল নতুন করে স্বপ্ন দেখছেভক্তদের হৃদয়ে এবার যেন একটাই প্রত্যাশা: ফিরে আসুক হারানো গৌরব।

(ঢাকাটাইমস/১০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণঅভ্যুত্থান স্মরণে আমিনুল হক: ‘শোককে শক্তিতে রূপান্তর করতে হবে’
মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর এনসিপির হামলা 
কিশোরগঞ্জে নদীতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা